White Revolutions : শ্বেত বিপ্লব কাকে বলে ? White Revolutions in Bangla 

শ্বেত বিপ্লব কাকে বলে ? শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? ভারতের শ্বেত বিপ্লবের জনক কে ? শ্বেত বিপ্লব কত সালে হয় – ইত্যাদি সম্পর্কে আজকে নিচে সঠিক তথ্য দ্বারা আজকের প্রতিবেদনটি আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম ।

শ্বেত বিপ্লব কাকে বলে ( White Revolutions) 

1970 সালে “জাতীয় দুধ উন্নয়ন পর্ষদ” ( National Dairy Development Board বা NDDB ) কর্তৃক সূর্য উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে অপারেশন ফ্লাড ( Operation Flood ) নামক একটি কর্মসূচি গ্রহণ করা হয় । এই কর্মসূচিতে গৃহীত পদ্ধতি দুধ উৎপাদনের ক্ষেত্রে এক অভূতপূর্ব উন্নতি ঘটায় যা ” শ্বেত বিপ্লব’ বা ‘ While Revolution ‘ নামে খ্যাত । এই সাফল্যের শপতি ছিলেন ডঃ ডার্গিস কুরিয়েন যিনি ‘ শ্বেত বিপ্লবের জনক ‘ হিসাবেও পরিচিত ।

শ্বেত বিপ্লব রূপায়ণে গৃহীত পদক্ষেপ:

“অপারেশন ফ্লাড “ – এর কর্মসূচি তিনটি পর্যায়ে বাস্তবায়িত করা হয় –

প্রথম পর্যায় ( 1970-79 ) : এই পর্যায়ে দেশের 18 টি প্রধান গোশালাকে ( Milk shed ) প্রধান 4 টি শহরের ( মুম্বাই , দিল্লি , চেন্নাই ও কোলকাতা ) সাথে যুক্ত করা হয় । এই পর্যায়ের মূল উদ্দেশ্য ছিল দুধের বাজার বাড়ানো ও গ্রামের প্রত্যন্ত এলাকাগুলিতে সুধ প্রদায়ী প্রাণীর বিকাশের গতি বৃদ্ধি করা । এই প্রবন্ধ রূপায়ণে মোট খরচ ধরা হয় 116 কোটি টাকা ।

দ্বিতীয় পর্যায় ( 1981-85 ): এই পর্যায়ে স্পেশালার সংখ্যা 18 টি থেকে বেড়ে দাঁড়ায় 136 টিতে । আরও 290 টি শহরের বাজারেও দুধের বিপদন কেন্দ্র খোলা হয় । 1985 সালের শেষের দিকে 43,000 গ্রামীণ সমবায়ের উদ্যোগে প্রায় 42.5 লক্ষ দুধ উৎপাদনকারী এই কর্মসূচির আওতায় এসেছিল । ফলে 1999 সালে গুঁড়ো দুধের উৎপাদন 22,000 টন থেকে 1.40,000 টনে পৌছায় ।

তৃতীয় পর্যায় ( 1985-95 ) এই পর্যায়ে দুধ সমবায়গুলি দুধ সংগ্রহ ও তা বাজারজাত করার প্রয়োজনীয় পরিকাঠামোকে উন্নত করতে সমর্থ হয় । এই সমবায়ের সদস্যদের শিক্ষাদানের পাশাপাশি পশুর স্বাস্থ্য বিষয়ক পরিষেবা , পুষ্টি সাধন ও কৃত্রিম প্রজনন পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয় । পুনরায় আরও নতুন 30,000 টি দুধ সমবায় প্রতিষ্ঠিত হয় । 1988-89 সালের মধ্যে গোশালার সংখ্যা বেড়ে দাঁড়ায় 170 টিপ্তে । এর সাথে মহিলা যুদ্ধ সমবায় সমিতি ও মহিলা সদস্যের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ।

মডেল দুখ সমবায় সমিতি :শ্বেত বিপ্লবের ক্ষেত্রে আমুল ” কে মডেল দুগ্ধ পর্যন হিসাবে নির্বাচন করা হয় । গুজরাট কোঅপারেটিভ নিজ মার্কেটিং ফেডারেশান লিমিটেড ( Gujrat Co – operative Milk Marketing Federation Ltd. বা GCMMF ) এই আমুল নামটি স্থির করে । ‘ আমুল ‘ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ‘ অমুল্য থেকে । NODB- এর কর্মসূচি এই ‘ আবুল – এর কার্যকলাপের ওপর নির্ভরশীল ছিল । আমুলের বিস্তরীয় মডেল দেশের শ্বেত বিপ্লবের বিশেষভাবে সহ্যাক হয়েছে ।

শ্বেত বিপ্লবের সাফল্য: দুগ্ধ সমবায়গুলির কার্যের ফলে বিগত কয়েক বছরের মধ্যেই ভারতে দুধের উৎপাদন 20 মিলিয়ন মেট্রিক টন থেকে 104.8 মিলিয়ন মেট্রিক টন ( FAO , 2012 ) বর্ণিত হয়েছে । মুধ উৎপাদনের এই বর্ধিত হারই ভারতকে বিশ্বের প্রথম পুর উৎপাদনকারী দেশে পরিণত করেছে । এই সমবায়গুদির উৎসাহ দানের ফলেই ভারতে দোহকৃষির পরিমাণ বৃদ্ধি পেয়েছে । বর্তমানে ভারতের গবাদি পশু ও মহিষ সংখ্যা প্রায় 470 মিলিয়ন ( 2011-12 ) যা বিশ্বের মধ্যে সর্বাধিক । দেশের সর্বত্রই এই শ্বেত বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়েছে । 22 টি রাজ্যের 180 টি জেলার 12.5.000 টি গ্রামে এই সমবায়ের কার্যকলাপের আওতাধীন হয়েছে ।

এই ছিল শ্বেত বিপ্লব ( White Revolutions) নিয়ে আজকের আলোচনা । নিন্মে এই নিয়ে বেশকিছু প্রশ্নোত্তর জানানো হলো ।

শ্বেত বিপ্লব প্রশ্নোত্তর

১) শ্বেত বিপ্লব কাকে বলে ?

উত্তরঃ 1970 সালে “জাতীয় দুধ উন্নয়ন পর্ষদ” ( National Dairy Development Board বা NDDB ) কর্তৃক সূর্য উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে অপারেশন ফ্লাড ( Operation Flood ) নামক একটি কর্মসূচি গ্রহণ করা হয় । এই কর্মসূচিতে গৃহীত পদ্ধতি দুধ উৎপাদনের ক্ষেত্রে এক অভূতপূর্ব উন্নতি ঘটায় যা ” শ্বেত বিপ্লব’ বা ‘ While Revolution ‘ নামে খ্যাত ।

২)শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত?

উত্তরঃ দুধ উৎপাদনের সঙ্গে শ্বেত বিপ্লব যুক্ত ।

৩)ভারতের শ্বেত বিপ্লবের জনক কে ? 

উত্তরঃ ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডঃ ডার্গিস কুরিয়েন ।

৪)শ্বেত বিপ্লব কত সালে হয় ।

উত্তরঃ শ্বেত বিপ্লব 1970 সালে সালে হয় ।

Leave a Comment