Cultivation of Boro Paddy – বোরো ধান চাষ পদ্ধতি 2024

বোরো ধান চাষ পদ্ধতি | বোরো ধান চাষ পদ্ধতি Pdf | ধান চাষের আধুনিক একটি পদ্ধতি হলো বোরো ধান চাষ পদ্ধতি । এই চাষটি শীতকালে করা হয় । আধুনিক বোরো ধান চাষ এর মাধ্যমে অধিক ফসল ফলাতে সক্ষম হয় কৃষকবন্ধুরা ।

আপনি কি একজন কৃষক ? এবং সঠিক পদ্ধতিতে বোরো ধান চাষ করার পদ্ধতি সম্পর্কে জানতেচান ? 

তাহলে আজকের এই লেখাটি আপনার জন্য গুরুত্বপূন্য ।

আজকে আমরা জন্য কিভাবে বোরো ধান চাষ করতে হয় ।

এই প্রতিবেদনটি পড়বার পর আপনি বোরো ধান চাষ করার সম্পর্কে সঠিক পদ্ধিতি জানতে পারবেন এবং আপনার জমিতে এই শীতের মরসুমেই প্রথমবারের মতো ধান রোপন করতে সক্ষম হবেন । 

চুলুন, তাহলে জানা যাক বোরো ধান চাষ পদ্ধতি ।

বোরো ধান চাষ পদ্ধতি  2024 – Cultivation of Boro Paddy

আপনার সকলেই জানেন যে, ধান চাষের জন্য জল প্রধান উপাদান তাই গোটা ভারত ও বাংলাদেশ জুড়ে ধান চাষ একমাত্র বর্ষাকালেই করা হয় । কিন্তু কৃষিকাজে আধুনিকতার ফলে এখন শীতকালেও ধান চাষ করার পদ্ধতি আবিষ্কার হয়েছে । অকালে ধান চাষকে সাধনত “বোরো ধান চাষ” বলা হয় । 

তাই, বোরো ধান চাষ করতে জল সেচ এর প্রয়োজন পরে। এই বোরো ধান একটু নিচু এলাকায় ভালো হয় তবে উছুজমিতেও এই চাষ করা সম্ভব ।

আজকে আমরা বোরো ধান চাষের জন্য –  বোরো ধানের ছাড়া তৈরি , জমি তৈরী , সার প্রয়োগ, চাড়া রোপন, জল সেচ পদ্ধতি, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে আপনাদেরকে সাহার্য্য করার চেষ্টা করবো ।

১) বোরো ধানের বীজ উৎপাদনের পদ্ধতি : 

বোরো ধান চাষ করার জন্য আগে বীজ উৎপাদন বা বিছুন তৈরী করতে হয় । এই ধান বীজ ফেলবার সময় কাল কার্তিক- অগ্রায়ন বা পোষ  মাসের মধ্যেই এই বোরো ধানের বীজ ফেলতে হয় । বিস্তারিত নিচে বলা হলো – 

  • প্রথমে বাজার থেকে ভালোমানের সেরা বোরো ধানের বীজ সংগ্রহ করুন ।
  • তারপর যেখানে এই বীজ রোপন করবেন সেই জমিটি তৈরী করুন । যদি একটু জলাশয় যুক্ত অর্থাৎ নদী বা পুকুরের পাশে ফেলতে চান তাহলে জমিটি কাদাময় তৈরী করুন এবং হালকা গোবর বা জৈব সার দিতে পারেন ।
  • তারপর বাজার থেকে আনা ধান বীজ এর প্যাকেটটি খুলে একটি বস্তায় ২-৩ ঘন্টার জন্য রোদে দিন ।
  • এবারে ওই ধোনগুলি আরো ২-৩ ঘন্টা পর একটি ভালো চোটের বস্তায় ঢুকিয়ে জলে ভিজিয়ে রাখুন একদিন অর্থাৎ ২৪ঘন্টা ।
  • এবারে বস্তাটি তুলে খড় দিয়ে ঢেকে রাখুন আরোও একদিন এবং পরের দিন আবার খুলুন এবং গরমটি বের করে দিন এভাবে যতদিন না বোরো ধানের গোজা বেরোচ্ছে মোটামুটি ২-৪ দিন , একই কাজ করুন ।
  • ধানের গোজা বা অঙ্কুরুদ বের হলে এবারের আপনার নির্ধারিত ধানের বীজ ফেলার স্থানে ছিটিয়ে দিন ।
  • ৩০-৩৫ দিন পর এই বীজ রোপন করার জন্য উপযুক্ত ।

বোরো ধানের জমি তৈরী পদ্ধতি 

এই ধান চাষের জন্য জমিগুলিকে একটি চাষ দিতে হবে । এর পর জমিতে পরিমিত জল দিতে হবে অন্তত ২-৩ দিন যতক্ষণ না জমির আল অব্দি জল জমে ।

এর পর আবার ট্রাকটার দিয়ে পর পর তাড়ারাড়ি ভাবে চাষ করতে হবে এবং মোই দেওয়া ভালো ।

জমিটি কাদা কাদা করে নিতে হবে , তাছাড়া ধানের চারা রোপন করা যাবে না ।

তাই, যতক্ষননা মাটি কাদায় পরিণত হচ্ছে ততবার চাষ করতে হবে ।

পরিমাণ অনুযাযী জৈব সার ও রাসায়নিক সার দিয়ে জমি চাষ করে নিতে হবে ।

বোরো ধানের চারা রোপন পদ্ধতি 

জমি তৈরির পর এবারে চারা রোপনের পালা । বীজ ফেলার ৩০-৩৫ দিনের মধ্যে সাবধানে বীজ তোলার কাজ করতে হয় যেন বীজ ছিড়ে না যায় ।

ধানের বীজগুলি তুলে জমিতে রোপন করার জন্য সারি থেকে সারির দুরুত্ব এবং ছাড়া থেকে ছাড়ার দুরুত্ব কি পরিমানে দিবেন সেই দিকটি নজরে রাখলে ভালো ।

আধুনিক বোরো ধানের চাষের নিয়ম অনুযাযী সারি থেকে সারির দুরুত্ব ২০-২৫ সেন্টিমিটার এবং ধানের চারা থেকে চারা দুরুত্ব ১৫-২০ সেন্টিমিটার অনুযাযী রোপন করতে হয় ।

এক একটি গোছায় ২-৩ টি করে ধানের চারা নিয়ে অল্প কাদায় প্রবেশ করিয়ে চারা রোপন করতে হয় , বেশি গভীরে রোপন করলে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি ।

চারা রোপনের সময় জমিতে জলের পরিমান খুব কম রাখাই ভালো এতে চারাটি তাড়াতাড়ি কুশি গজিয়ে জীবন্ত হয়ে উঠে ।

সেচ পদ্ধতি : বোরো ধান 

বোরো ধানের জন্য জমির পরিমান অনুযাযী জল সেচ দিতে হয় । চারা রোপনের পর থেকে হালকা ছিপছিপে জল রাখা ভালো । চারটি ২-৪ nichi বেড়ে উঠার পর সেচ এর পরিমান বাড়াতে পারেন । একটি নির্দিষ্ট নিয়ম নেই যে সারাক্ষন জমিতে জল দিয়ে রাখতে হবে , ধান গাছের পরিস্তিতি অনুযাযী জল সেচ দেয়াই সঠিক ।

একটি বার অন্তত ৩-৪ দিন কোনো সেচ না দিয়ে পরবর্তীতে আবার সেচ দিলে ধান ভালো হয় , এতে জিমির থেকে সঠিক খাদ্য নিতে সক্ষম হয় চারাগুলি ।

ধান কাটার কিছদিন আগে থেকে আর কোনো সেচের প্রয়োজন পরে না ।

এই ছিল বোরো ধান চাষের পদ্ধতি , এই নিয়ে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের জানাতে পারেন । আমরা যতটা সম্ভব আপনাদের সাহার্য্য করবো আরোও তথ্য দিয়ে এছাড়াও আরো জানতে পড়ুন ।

চাষ আবাদ – বিকাশপিডিয়া 

প্রশ্ন – উত্তর :

প্রশ্নঃ বোরো ধান কখন চাষ হয় ?

উত্তরঃ বোরো ধান চাষ শীতকালে করা হয় । পৌষ-মাঘ মাসে এই ধান রোপন করার হয়ে থাকে এবং চৈত্র মাসে বোরো ধান কাটার কাজ হয়ে থাকে । 

Leave a Comment